Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাতীবান্ধা ইউনিয়নেরই ইতিহাস

পৃথিবীতে প্রতিটি জিনিষের উৎপত্তির ক্ষেত্রে একটি না একটি ইতিহাস রয়েছে, তেমনি হাতীবান্ধা ইউনিয়ন নামকরণের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। টাঙ্গাইল জেলার সর্ব প্রথম করটিয়া আটিয়া পরগনা জমিদারগণ এই এলাকায় হাতী নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন এবং বাঘও শিকার করিতেন। ভিবিন্ জায়গায় হাতী বেঁধে রাখতেন। তাই এই এলাকার নামকরন করা হয় হাতীবান্ধা। তৎকালীন সময়ে ভক্ত সরকার হাতীবান্ধা এলাকার পঞ্জায়েতের প্রধান হন। ভক্ত সরকার হাতীবান্ধা ইউনিয়নের নাম সর্বপ্রথম প্রস্তাব করেন সেই প্রেক্ষিতে হাতীবান্ধা ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করেন। পরবর্তীতে ১৯০৯ সালে হাতীবান্ধা ইউনিয়ন গঠিত হয় ।