অত্র প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন হাতীবান্ধা ইউনিয়নের অন্তর্গত তক্তারচালা গ্রামে অবস্থিত।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইসলামী ও দীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় তক্তারচালা দাখিল মাদ্রাসাটি তক্তারচালা গ্রামের নামে নামকরণ করে প্রতিষ্ঠা করা হয়।
০১। জনাব মোঃ নবীন হোসেন সভাপতি
০২। জনাব মোঃ ইসমাইল হুসাইন সম্পাদক
০৩। জনাব মোঃ শফিকুল ইসলাম অভিভাবক সদস্য
০৪। জনাব মোঃ ইদ্রিছ আলী ,,
০৫। জনাব মোঃ রাইজ উদ্দিন ,,
০৬। জনাব মোঃ আফাজ উদিাদন ,,
০৭। জনাবা সাজেদা আক্তার মহিলা অভিভাবক সদস্য
০৮। জনাব মোঃ শাহজাহান খান বিদ্যুৎসাহী সদস্য
০৯। জনাব এস.এম দারগ আলী শিক্ষক সদস্য
১০। জনাব মোঃ দেলোয়ার হোসেন ,,
১১। জনাবা মাহফুজা আক্তার মহিলা শিক্ষক সদস্য
দাখিলঃ ২০০৭ সালে ৮৫.৭%
২০০৮ সালে ৬৩.৬%
২০০৯ সালে ৯১.৩%
২০১০ সালে ৮০.৭%
২০১১ সালে ৭৫%
জেডিসিঃ ২০১০ সালে ৯৩.৫%
২০১১ সালে ১০০%
ছাত্র-ছাত্রীর উপবৃত্তির আওতাভুক্ত করা হইয়াছে।
সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত শিক্ষার মান অত্যন্ত সন্তোষজনক। জেডিসি পরীক্ষার ফলাফল ২০১১ সালে ১০০%।
অত্র তক্তারচালা দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃদ্বি পাচ্ছে। তা ছাড়া পাশের হার বরাবরই ভাল। ভবিষ্যৎতে আলিম করার পরিকল্পনা আছে।
ঢাকা- সখিপুর রোড তক্তারচালা বাসস্ট্যান্ড নেমে আনুমানিক ২০০ গজ পূর্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস