বিদ্যালয়ের নিজস্ব জমির পরিমাণ ৬০ শতাংশ। বিদ্যালয়টি ৬০ ফুট দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থ বিশিষ্ট একতলা পাঁকা ভবন। এর অফিস কক্ষ ১টি এবং শ্রেণী কক্ষ ৩টি।
স্থানীয় জনসাধারনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
০১। হাজী আঃ ছামাদ মিয়া সভাপতি
০২। মোঃ ফজলুর রহমান সহ-সভাপতি
০৩। কাজী আবুল কাশেম সদস্য
০৪। মোঃ শামছল মিয়া ,,
০৫। মোঃ আয়ূব আলী খান ,,
০৬। শ্যামল কুমার সরকার ,,
০৭। পূর্নচন্দ্র সরকার ,,
০৮। আনন্দ মোহন সরকার ,,
১০। সুফিয়া বেগম ,,
১১। মোঃ হাশেম মিয়া ,,
১২। সুশীল কুমার সরকার সদস্য সচিব
২০০৭ সালে ১০০%
২০০৮ সালে ১০০%
২০০৯ সালে ৮৬%
২০১০ সালে ৯৩%
২০১১ সালে ১০০%
২০১১ সালে ৫০% হিসাবে ৮৫ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে।
২০১১ সালে সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% এবং বর্তমানে ভর্তির হার ১০০%।
পাশের হার এবং ভর্তির হার ১০০% রাখা। বিদ্যালয়টিকে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীতকরন।
গ্রামঃ চাকদহ, ডাকঘরঃ চাকদহ, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। ০১৭২৪-৩১৩২৮৬।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস