গ্রামঃ হতেয়া, পোঃ হতেয়া রাজাবাড়ী, সখিপুর, টাঙ্গাইল। ২টি পাঁকা ভবন, ১নং ভবনটি জরাজীর্ণ।
১৯৩৬ সালে স্থানীয় জনগণ শিশুদের শিক্ষার জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন। স্থানীয় জনগণের সহায়তায় বিদ্যালয়টি পরিচালিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়।
১। মোঃ ফজলুল হক সভাপতি
২। কাজী নুরুল ইসলাম সহঃ সভাপতি
৩। মোঃ নিজল হক সদস্য
৪। মোঃ মোফাজ্জল হক ,,
৫। মরিয়ম সিদ্দিকা ,,
৬। মনোয়ারা বেগম ,,
৭। মোমেনা বেগম ,,
৮। মোঃ শাহ্জাহান ,,
৯। মোঃ মনিরুজ্জামান ,,
১০। বিউটি সুত্রধর ,,
১১। আঃ হামিদ খান ইউ/পি সদস্য
১২। এস.এম শফি উদ্দিন সদস্য সচিব
২০০৭ সালে ৯৬%
২০০৮ সালে ১০০%
২০০৯ সালে ৯৭%
২০১০ সালে ৯৭%
২০১১ সালে ১০০%।
২০১১ সালে ৫০% শিক্ষার্থীর ১২৮ জনে উপবৃত্তি পেয়েছে।
শতভাগ ভর্তি নিঃশ্চিত ও সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগে উন্নিত হয়েছে ।
বিদ্যালয়টি ৮ম শ্রেণী পর্যন্ত খোলার পরিকল্পনা রয়েছে।
ঢাকা- সখিপুর রাস্তায় তক্তারচালা স্টেশন হতে ৮ কি.মি পূর্ব দিকে অবস্থিত। গ্রামঃ হতেয়া, ডাকঘরঃ হতেয়া রাজাবাড়ী, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। ০১৭২৪-৫৭১২২৬।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস