বিদ্যালয়টি হাতীবান্ধা গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে ২টি ভবন আছে। ৫টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষসহ। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ এবং পর্যাপ্ত পরিমাণে গাছ রয়েছে।
বিদ্যালয়টি ১৯৬৯ সালে অবস্থিত। জমিদাতা- শশী মোহন মন্ডল। জমির পরিমাণ- ৮৪ শতাংশ। খতিয়ান নং- ২৯২, দাগ নং- ২১৯২।
১। বাবু জিলমোহন সরকার সভাপতি
২। বাবু উপেন্দ্রমোহন সরকার সহ- সভাপতি
৩। মিস্ শিউলী আক্তার বিদ্যুৎসাহী
৪। ধীরেন্দ্র চন্দ্র অধিকারী সদস্য
৫। রিনা রানী সরকার ,,
৬। মোঃ আজিজুল হক ,,
৭। বাবু নিপেন্দ্র সরকার ,,
৮। যোগল রানী সরকার ,,
৯। মনবাসনা সরকার ,,
১০। বাবু সুকুমার সরকার ইউ/পি সদস্য
১১। গৌরাঙ্গ সরকার শিক্ষক প্রতিনিধি
১২। শাহীনুর আক্তার সচিব
২০১১ সালে,অংশগ্রহন ২৯ জন, পাশ ২৯,পাশের হার ১০০%
২০১০ সালে,অংশগ্রহন ৪১ জন, পাশ ৩৮,পাশের হার ৯২.৭০%
২০০৯ সালে,অংশগ্রহন ৪৬ জন, পাশ ৪৬,পাশের হার ১০০%
২০০৮ সালে,অংশগ্রহন ২৮ জন, পাশ ২৮,পাশের হার ১০০%
২০০৭ সালে,অংশগ্রহন ৪২ জন, পাশ ৪২,পাশের হার ১০০%
৫০%
সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ। শতভাগ ভর্তি নিশ্চিত। নিয়মিত শিশু জরিপ। শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয় গমণে অধিক আগ্রহী। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি।
ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সাথে পরামর্শ করে শিক্ষার্থীদের আরোও মান উন্নয়ন করা।
প্রধান শিক্ষক, ৬২নং হাতীবান্ধা টেকিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ডাকঘরঃ হাতীবান্ধা, উপজেলাঃ সখীপুর, জেলাঃ টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস