বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর, অত্র এলাকার অবহেলিত কচি কাচা শিশুরা সু-শিক্ষার সুযোগ পেয়েছে। বিদ্যালয়টি সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসতেছে। শিক্ষার গুণগতমান ভাল। আরো শিক্ষার গুণগত মান বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
১৯৮৭ ইং সালে অত্র এলাকার বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন,মৃত মোন্তাজ আলী সাহেবের জমিদানের বদৌলতে ,তার ছেলে মরহুম আবুল কাশেমের প্রচেষ্টায় , অত্র অবহেলিত এলাকাকে শিক্ষার আলোকে আলোকিত করার লক্ষ্যে উক্ত রতনপুর কাশেম বাজার রেজি: প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়।
১। মোঃ আ:বাছেদ মিয়া সভাপতি।
২। মো:মন্টু মিয়া সহ সভাপতি ।
৩। মোঃ তাহের উদ্দিন সদস্য(উচ্চ বিদ্যালয়ের শিক্ষক)।
৪। মো: আবুল কালাম জমিদাতা সদস্য।
৫। রোলিয়া বেগম মেধা অভিভাবক সদস্য ।
৭। সাজেদা বেগম সাধারণ অভিভাবক সদস্য।
৬। মো : শামছুল আলম ,,
৮। রত্না বেগম ,,
৯। হাসনা বেগম ,,
১০। মোঃজামাল উদ্দিন ,,
১১। হাসিনা মমতাজ ,,
১২। মো:আতিকুর ইসলামু সদস্য সচিব ।
২০০৭ সালে ৯৪%, ২০০৮ সালে ১০০%, ২০০৯ সালে ১০০%
২০১০ সালে ১০০%, ২০১১ সালে ১০০%।
শতকরা ৫০জন।
শিক্ষাবৃত্তি প্রদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয়টিতে একশত ভাগ ভর্তি ও সন্তোষজনক উপস্থিতি এবং সন্তোষজনক স্কুল ড্রেস হওয়া সত্ত্বেও শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে আরো প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সরকার মহোদয় যদি বিদ্যালয়টিকে সরকারীকরণ করার সদয় সম্মতি জ্ঞাপন করতেন, তবে শিক্ষক শিক্ষিকাগণ তাদের সার্বিক মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উত্তরোত্তর শিক্ষার গুণগতমান বৃদ্ধি করে সফলতা বয়ে আনতে পারবে।
গ্রামঃ রতনপুর, ডাকঘরঃ রতনপুর, উপজেলাঃ সখীপুর, জেলাঃ টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস