গ্রাম-তক্তারচালা, ডাকঘর-তক্তারচালা, ইউনিয়ন-৫নং হাতীবান্ধা উপজেলা-সখিপুর, জেলা-টাঙ্গাইল। বিদ্যালয়ে ভবন ২টি, শ্রেণী কক্ষ ৫টি ও অফিস কক্ষ ১টি। জমির পরিমাণ ৭২ শতাংশ, দাগ নং ২৬৩১, খতিয়ান নং ২০০৫।
বিদ্যালয়টি তক্তারচালা নতুন বাজারের মেইন রোড হতে আধা কিলোমিটার পূর্ব দিকে ইউনিয়ন পরিষদ রোডের মোড়ে অবস্থিত।
এই বিদ্যালয়টি স্থাপনের পূর্বে তক্তারচালা গ্রামের নামে নামকরণ করে পূর্ব দিকে একটি বিদ্যালয় ১ম স্থাপন করা হয়। পরবর্তীতে অত্র গ্রামে আর একটি বিদ্যালয় স্থাপনে স্থানীয় জনগন উদ্দোগী হন। যেহেতু গ্রামটি বড় ও ঘন সবুজ বন বনানী দ্বারা ঘেরা। তাই সবুজ বাংলা নামে এই বিদ্যালয় স্থাপন করা হয়।
১। মোঃ নবীন হোসেন জমিদাতা ও সভাপতি
২। মোঃ হায়দার আলী সহ-সভাপতি
৩। মোঃ আবুল হোসেন সদস্য
৪। জুলেখা আক্তার ’’
৫। মোছাঃ ফাতেমা বেগম ’’
৬। আব্দুল খালেক মিয়া ’’
৭। হাজী মোঃ ওছমান গণি ’’
৮। খোদেজা আক্তার ’’
৯। খালেদা বেগম ’’
১০। মোঃ আলী হোসেন ’’
১১। রুমি আক্তার ’’
১২। আব্দুল কদ্দুছ মিঞা সদস্য সচিব।
২০০৭ সালে ১০০%, ২০০৮ সালে ৯৮%, ২০০৯ সালে ১০০%,
২০১০ সালে ১০০%, ২০১১ সালে ১০০%
২০১১ সালে = ২৭৩ জনের মধ্যে ১৩৩ জন উপবৃত্তি পেয়েছে।
২০০৯-২০১১ সাল পর্যন্ত সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% এবং ভর্তির হার ১০০%।
সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% রাখা ও বৃত্তি প্রাপ্তির সংখ্যা রাড়ানোসহ ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করণ।
গ্রাম-তক্তারচালা, ডাকঘর-তক্তারচালা, ইউনিয়ন-৫নং হাতীবান্ধা উপজেলা-সখিপুর, জেলা-টাঙ্গাইল। ০১৭৩৪-৫৯৭৯৫৯।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস