চাকদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি টাংগাইল জেলার সখিপুর উপজেলাধীন চাকদহ গ্রামে অবস্থিত ।
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ইসলামী ও দ্বীনি শিক্ষা বিস্তারের জন্য এস এম হরমুজ আলী সাহেবের উদ্যোগে আঃ হামিদ, কাজী আঃ লতিফ কাজী মেনহাজ উদ্দিন, শামসুল আলম খান, সোরহাব আলী, মোঃ জাফর আলী মিয়া সহ আরো অনেকের সার্বিক সহযোতিায় ১৯৭৫ খ্রিঃ মাদ্রাসাটি চাকদহ গ্রামে প্রতিষ্ঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট নিয়মিত ম্যানেজিং কমিটি
১। জনাব মোঃ ফজুলর রহমান সভাপতি
২। ’’ মোঃ হোসেন আলী সম্পাদক
৩। ’’ আঃ রহমান সিকদার সদস্য
৪। ’’ কাজী আবুল কাশেম ’’
৫। ’’ জসীম মিয়া ’’
৬। ’’ মোকাদ্দম মল্লিক ’’
৭। ’’ আজীবর সিকদার ’’
৮। ’’ লতিফা আখতার ’’
৯। ’’ মোঃ ইসহাক মিয়া ’’
১০। ’’ রাজ আলী মিয়া ’’
১১। ’’ মিনারা খাতুন ’’
২০০৯ সাল ৭৫%
২০১০ সাল ১০০%
২০১১ সাল ৯৫.২৪%
ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির অন্তর্ভুক্ত করা হয়েছে।
৫ম সমাপনী জে ডি সি এবং দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করা, মান সম্পন্ন পাঠদান ও ভাল ফলাফল অর্জন করা।
নলুয়া টাঙ্গাইল রোডে বেড়বাড়ি হতে ৫ কি.মি. দক্ষিন পশ্চিমে কাচা সড়কের পার্শ্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস