অত্র প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন হাতীবান্ধা ইউনিয়নের অন্তর্গত রতনপুর গ্রামে অবস্থিত।
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষ্যে শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের সহযোগিতায় জনাব মোঃ জসীম উদ্দিন সাহেব তার মায়ের নামে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ০৪/১২/২০১১ থেকে ০৩/০৬/২০১২ পর্যন্ত।
২০০৭ সালে ৭৪.২৮%
২০০৮ সালে ৭২%
২০০৯ সালে ৯২.১০%
২০১০ সালে ৭৮%
২০১১ সালে ৯৬%।
জে.এস.সি ২০১০-৭৯.৪১%, ২০১১-৯৫%
ছাত্র-ছাত্রী উপবৃত্তির আওতাভুক্ত এবং হিন্দু তপসিলী উপবৃত্তির আওতাভুক্ত।
সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত শিক্ষার মান অত্যন্ত সন্তোষজনক। এস.এস.সি ও জে এস সি পরীক্ষার ফলাফল গড় ৮৭% প্রায়।
অত্র বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। তাহা ছাড়া পাশের হার বরাবরই ভাল বিধায় ভবিষ্যৎতে কলেজ করার পরিকল্পণা আছে।
টাঙ্গাইল জেলা হতে এবং সখিপুর উপজেলা হতে বাস যোগে বেড়বাড়ী স্ট্যান্ড। সেখান থেকে ৩ কি.মি. দক্ষিণে সড়ক পথে এবং ঢাকা হতে বাস যোগে তক্তারচালা নেমে পশ্চিম দিকে হাতীবান্ধা হয়ে উত্তর দিকে সড়ক পথে অত্র বিদ্যালয় অবস্থিত। E-mail:- rpkbhs@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস