বিদ্যালয়টি রতনপুর বালিয়াটা পাড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে একটি পাকা ভবন আছে। ৩ টি শ্রেণী কক্ষ, ১ টি অফিস কক্ষ আছে। সামনে একটি খেলার মাঠ আছে। পর্যাপ্ত পরিমানে গাছ লাগানো আছে।
বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৭০ সালে ২ ফেব্রুয়ারী। জমিদাতা হরিদাস সরকার এবং মোজাহারুল ইসলাম। জমির পরিমান ৭০ শতাংশ খতিয়ান ২৩৩/৯০, দাগ নং-৮৩৪/৭৭৫।
১। মোঃ সামছ উদ্দীন আহমেদ সভাপতি
২। শাহানাজ পারভীন সহ-সভাপতি
৩। মোহাম্মদ আলী দাতা সদস্য
৪। শোভা রাণী সদস্য
৫। রফিকুল ইসলাম ’’
৬। সহদেব সরকার ’’
৭। হাফছা খাতুন ’’
৮। বাবুল মিয়া ’’
৯। লিয়াকত হোসেন ’’
১০। হাসমত আলী ’’
১১। বলরাম চন্দ্র সরকার ’’
১২। মনোরঞ্জন সরকার প্রধান শিক্ষক/সদস্য সচিব।
২০০৭ সালে ১০০%
২০০৮ সালে ১০০%
২০০৯ সালে ৭৮%
২০১০ সালে ১০০%
২০১১ সালে ১০০%।
৫০%
শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতা লক্ষণীয় নিয়মিত ড্রেস পড়ে বিদ্যালয়ে গমন। ভর্তি শতভাগ, শিশু জরীপ করা ইত্যাদী।
বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত খোলা।
প্রধান শিক্ষক,১১ নং বালিয়াটা পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ রতনপুর, ডাকঘরঃ রতনপুর, উপজেলা-সখিপুর, জেলা-টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস