ইহা দোতলা ভবন বিশিষ্ট। একটি অর্ধভগ্ন আধাপাকা ভবনও রয়েছে। তিনটি টয়লেট, একটি নলকূপ, খেলার মাঠ এবং পর্যাপ্ত পরিমান গাছ পালা রয়েছে।
১৯৫১ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খুররম খান পহ্নির পৃষ্টপোষকতায় তৎকালীন স্থানীয় সরকার প্রতিনিধি মরহুম আকালী সিকদারের আন্তরিক সহযোগিতায় ফোরকানিয়া মাদ্রাসা নামে এটি চালু ছিল। পরে প্রাঃ শিক্ষা অধিদপ্তরের শুভ দৃষ্টিতে এবং এলাকাবাসীর সহযোগিতায় ইহা বর্তমান রূপ লাভ করেছে। ১৯৭৩ সালে ইহা জাতীয়করণ হয়।
১। মোঃ আমিরুল ইসলাম সভাপতি
২। আবু বকর সিদ্দিকী সহঃ সভাপতি
৩। মোঃ ছিদ্দিকুর রহমান ইউ/পি সদস্য
৪। বাবুল সিকদার সদস্য
৫। খোরশেদ আলম ,,
৬। মোঃ রবি মিয়া ,,
৭। সোহরাব হোসেন ,,
৮। সুফিয়া বেগম ,,
৯। খাদিজা বেগম ,,
১০। কমলা বগম ,,
১১। গোলাপী আক্তার শিক্ষক প্রতিনিধি
১২। মোসাঃ সুমনা নাসরিন সদস্য সচিব
২০০৭ সালে ৮৮%, ২০০৮ সালে ৮৯%, ২০০৯ সালে ৯৪%
২০১০ সালে ১০০%, ২০১১ সালে ১০০%।
১টি, ১৯৮৫ সন সাধারন গ্রেডে।
শতভাগ ভর্তি এবং সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগে উন্নীত।
(১) সকল শ্রেণীতে পাশের হার শতভাগে উন্নীত করন এবং সমাপনী পরীক্ষায় জি.পি.এ-৫ এর সংখ্যা বৃদ্ধি (২) আধাপাকা ভবনটির মেরামত,(৩) বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারী ওয়াল নির্মাণ,(৪) পর্যাপ্ত পরিমানে বেঞ্চ ও আসবাবপত্র সংগ্রহ,(৫) কম্পিউটার,ঢোল,হারমনিয়াম ও অন্যান্য ইনস্ট্রুমেন্ট সংগ্রহ,(৬) মাঠ সমতল,ফুল বাগান,সবজি বাগান ও বৃক্ষরোপন।
গ্রাম+পোঃ হতেয়া রাজাবাড়ী, উপজেলা-সখিপুর, জেলা-টাঙ্গাইল। সখিপুর হতে ঢাকা মেইন রোডের তক্তারচালা স্টেশন থেকে ৮ কি.মি.পূর্ব দিকে। ০১৮২৩৮৮৩০২০ প্রঃশিঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস