টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার অন্তর্গত হাতীবান্ধা ইউনিয়নের বড়চালা গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।
১৯৮১ ইং সালে বড়চালা গ্রামবাসী ও শিক্ষকগণ মিলে এই বিদ্যালয় গঠণ করেন। এই গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা।
১। মোঃ ফেরদৌস মিয়া সভাপতি
২। মোঃ করিম মিয়া সহ-সভাপতি
৩। আহসান হাবিব উচ্চ বিদ্যালয় শিক্ষক
৪। চান মিয়া বিদ্যুৎসাহী
৫। মোসাঃ রেহেনা মহিলা বিদ্যুৎসাহী
৬। মোসাঃ সুমি বেগম সদস্য
৭। মোঃ ছামাদ মিয়া ,,
৮। মোঃ ফজল হক ডাক্তার ,,
৯। মোঃ মজিবুর রহমান ,,
১০। মোঃ ছিদ্দিক মিয়া ইউ/পি সদস্য
১১। মোঃ সফি উদ্দিন মিয়া শিক্ষক প্রতিনিধি ও সচিব
২০০৭ সালে ৮০%
২০০৮ সালে ১০০%
২০০৯ সালে ১০০%
২০১০ সালে ১০০%
২০১১ সালে ১০০%
২০১১ সনে ৫০% শিক্ষার্থী- ৯৬ জন উপবৃত্তি পেয়েছে।
শিক্ষার হার বেড়েছে। সমাপনীর পাশের হার ১০০% গ্রেড ‘এ’ পেয়েছে।
ছাত্র-ছাত্রীদের পড়া লেখার মান বাড়াবো। জাতীয়করন করানোর পরিকল্পনা।
ঢাকা- সখিপুর রাস্তায় তক্তারচালা স্টেশন হতে ৭ কি.মি পূর্ব দিকে অবস্থিত। গ্রামঃ বড়চালা, ডাকঘরঃ হতেয়া রাজাবাড়ী, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। ০১৭২৪-৬৬৩৬০৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস