বিদ্যালয়টি হাতীবান্ধা গ্রামের নীচু অঞ্চলে অবস্থিত। বিদ্যালয়ে দুটি ভবন আছে। একটি ভবন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অপর আর একটি ভবন আশ্রয় কেন্দ্র ও স্কুল হিসাবে ব্যবহার করা হয়। এই ভবনে ছয়টি শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ আছে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বড় একটি মাঠ আছে।
তৎকালীন সময়ে আশে পাশে বিদ্যালয় না থাকায় ১৯৩৯ ইং সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। জমিদাতা :মৃত ভক্তচরন সরকার জমির পরিমান :১০৮ শতাংশ । খতিয়ান নং ২/৩ দাগ নং ১৬৯৩/১৫৯২।
১। বাবু শচীন্দ্র কুমার সরকার সভাপতি
২। বাবু কালীপদ সরকার সহ-সভাপতি
৩। বাবু স্বপন কুমার সরকার বিদ্যুৎসাহী সদস্য
৪। অর্চনা রানী অভিভাবক সদস্য
৫। বাবু জয়দেব সরকার ,,
৬। বাবু নারায়ন চন্দ্র সরকার ,,
৭। মোঃ মোতালেব মিয়া ,,
৮। শিল্পী রায় ,,
৯। জাহিদা খানম শিক্ষক প্রতিনিধি
১০। সুকুমার সিকদার ইউ/পি সদস্য
১১। বাবু গীরেন্দ্র কুমার সরকার উচ্চ বিদ্যালয় প্রতিনিধি
১২। রনজিৎ কুমার সরকার সচিব
২০০৭ সালে ১০০%
২০০৮ সালে ১০০%
২০০৯ সালে ১০০%
২০১০ সালে ৯৮%
২০১১ সালে ১০০%
৫০%
শতভাগ ভর্তি নিশ্চিত। ঝড়ে পড়া রোধ। নিয়মিত শিশু জরিপ। সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ, শিক্ষার্থীদের পরিস্কারপরিচ্ছন্নতা, বিদ্যালয় গমনে অধিক আগ্রহী। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি।
ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীদের সাথে পরামর্শ করে শিক্ষার্থীদের মান উন্নয়ন করা।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ৬০ নং হাতীবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়।ডাকঘরঃ হাতীবান্ধা, উপজেলা-সখিপুর, জেলা-টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস