বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর, অত্র এলাকার অবহেলিত কচিকাচা শিশুরা সুশিক্ষার সুযোগ পেয়েছে। শিক্ষার গুণগত মান ভাল, আরো শিক্ষার গুণগত মান বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
২০১০ ইং সালে অত্র এলাকার বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মোঃ জালাল উদ্দিন মিয়ার জমিদানের পর প্রধান শিক্ষক আব্দুল কাদেরের প্রচেষ্টায় অত্র অবহেলিত এলাকাকে শিক্ষার আলোকে আলোকিত করার লক্ষ্যে উক্ত পাটজাগ গ্রামে পাটজাগ সোনার বাংলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১। জনাব মোঃ আকালী সিকদার সভাপতি
২। ,, মোঃ হাবিবুর রহমান সহ-সভাপতি
৩। ,, মোঃ রুকন উদ্দিন ইউ/পি সদস্য
৪। ,, ওসমান গনি সদস্য সদস্য
৫। ,, গাজিউর রহমান ,,
৬। ,, আজম মিয়া ,,
৭। ,, আলী হোসেন ,,
৮। ,, মোতালেব খান ,,
৯। ,, মোসাঃ হাজেরা বেগম ,,
১০। ,, ,, জোসনা বেগম ,,
১১। জনাবা জহুরা আক্তার ,,
১২। জনাব আব্দুল কাদের সদস্য সচিব
বিদ্যালয়টিতে একশত ভাগ ভর্তি ও উপস্থিতি হওয়া সত্বেও উক্ত স্কুলটি অনুমোদন পাচ্ছে না, সরকার যদি বিদ্যালয়টি অনুমোদন ও সরকারীকরন করার সদয় সম্মতি প্রদান করতেন , তবে শিক্ষক- শিক্ষিকাগণ তাদের সার্বিক মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উত্তরোত্তর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে সফলতা বয়ে আনতে পারবে এবং এলাকার শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাবে এবং অবহেলিত গ্রামের শিশুরা শিক্ষার সুযোগ পাবে।
গ্রামঃ পাটজাগ, ডাকঘরঃ তক্তারচালা, উপজেলা-সখিপুর, জেলা-টাঙ্গাইল। ০১৭১৬-৪২৩৬৪১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস