সখিপুর ঢাকা রোডের তক্তারচালা হইতে ১০ কি.মি পূর্ব দিকে হতেয়া কেরানী পাড়া গ্রামে অবস্থিত।
১৯৭৪ ইং সনে এলাকাবাসীর সহায়তায় বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের যাবতীয় খরচ এলাকাবাসী বহন করে।
১। মোঃ আতোয়ার রহমান সভাপতি
২। নাজমা আক্তার সহ-সভাপতি
৩। আজম মিয়া জমিদাতা
৪। এস.এম মতিউর রহমান উচ্চ বিদ্যালয় শিক্ষক
৫। রেহেনা বেগম মেধাবী ছাত্র অভিভাবক
৬। মোঃ ফজলুল হক সাঃ ছাত্র অভিভাবক
৭। সেলেনা আক্তার ,,
৮। মোঃ দুলাল মিয়া ,,
৯। রহিমা বেগম ,,
১০। জাফরিন বেগম শিক্ষক প্রতিনিধি
১১। মোঃ নুরুল ইসলাম সদস্য সচিব
১২। আলাল উদ্দিন ইউ/পি সদস্য
২০০৭ সালে ১০০%
২০০৮ সালে ১০০%
২০০৯ সালে ৯৬.৬৫%
২০১০ সালে ১০০%
২০১১ সালে ১০০%
২০১১ সালে ৫০% শিক্ষার্থী ১০০ জন উপবৃত্তি পেয়েছে।
পাবলিক পরীক্ষার পাশের হার- ১০০%
বিদ্যালয়টি জাতীয় করণ করা।
গ্রামঃ হতেয়া কেরানী পাড়া, ডাকঘরঃ হতেয়া রাজাবাড়ী, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস